
একদিন দ্রোণ একটি কৃত্রিম ভাস (মোরগ বা শকুন) পক্ষী গাছের উপর রেখে কুমারদের বললেন, তোমরা এই পক্ষীকে লক্ষ্য করে স্থির হয়ে থাক, যাকে বলব সে শরঘাতে ওর মুণ্ডচ্ছেদ করে ভূমিতে ফেলবে। সকলে শরসন্ধান করলে দ্রোণ যুধিষ্ঠিরকে বললেন, তুমি গাছের উপর ওই পাখি দেখছ? এই গাছ, আমাকে আর তোমার ভ্রাতাদের দেখছ? যুধিষ্ঠির বললেন যে তিনি সবই দেখতে পাচ্ছেন। দ্রোণ বিরক্ত হয়ে বললেন, সরে যাও, তুমি এই লক্ষ্য ভেদ করতে পারবে না।
দুর্যোধন-ভীম প্রভৃতিও বললেন, আমরা সবই দেখছি। দ্রোণ তাঁদেরও সরিয়ে দিলেন। তার পর অর্জুনকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি কেবল ভাসপক্ষী দেখছি। দ্রোণ বললেন, আবার বল। অর্জুন বললেন, কেবল ভাসের মস্তক দেখছি। আনন্দে রোমাঞ্চিত হয়ে দ্রোণ বললেন, এইবারে শর ত্যাগ কর। তৎক্ষণাৎ অর্জুনের ক্ষুরধার শরে ভাসের ছিন্ন মুণ্ড ভূমিতে পড়ে গেল। গল্প পড়ে আপনার অনুভূতি জানাতে কমেন্ট করুন।
Pingback: লক্ষ্যভেদের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় – সাফল্য প্রকাশনী