১। আপনার চাকরির পদবী কী?
২। আপনার প্রতিষ্ঠানে আপনি কী ধরনের দায়িত্ব পালন করেন?
৩। আপনার পেশাগত জীবনে আপনার কোনো মেনটর আছে কি?
৪। বেতনভুক্ত আপনার প্রথম চাকরি কী ছিল?
৫। কে আপনাকে অনুপ্রাণিত করে?
৬। আপনি কী ধরনের সংগীত পছন্দ করেন?
৭। সবচেয়ে ভালো লেগেছে এমন কোনো কনসার্টের কথা বলুন।
৮। আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন?
৯। সবচেয়ে ভালো লেগেছে এমন কোন জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলেন?
১০। আপনি কি বই পড়তে ভালোবাসেন? যদি তাই হয়, আপনার কোন বিষয়ের ওপর বই পড়তে ভালো লাগে।
১১। সম্প্রতি খুব ভালো লেগেছে এমন কোন বইয়ের নাম বলুন।
১২। আপনার চাকরির সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ কোনটি?
১৩। এ জায়গায় কাজ করার আগে আপনি কোথায় চাকরি করেছেন?
১৪। আপনি সবচেয়ে বেশি কোন কাজে বা কোন বিষয়ে কর্মক্ষম ও উৎপাদনশীল?
১৫। কোন প্রাণীকে আপনি আপনার আত্মিক প্রাণী হিসাবে মনে করেন?